দুর্গাপুজোর আগেই ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। সেখানকার অন্তর্বর্তী সরকারের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। মোট তিন হাজার মেট্রিকটন ইলিশ পুজোর আগেই আসবে রাজ্যে।
প্রতিবছরই দুর্গাপুজোর আগে ইলিশ পাঠাত বাংলাদেশ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বিগত কয়েক বছরে তা রীতি হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার চলছে বাংলাদেশে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর বাংলাদেশের মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের উপদেষ্টা ফরিদা আখতার একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, পুজোর আগে বাংলাদেশ থেকে আর ইলিশ পাঠানো হবে না। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ। ফলে আগে দেশের মানুষের চাহিদা মেটানো হবে। তারপর রফতানির কথা ভাববে বাংলাদেশ।
কিন্তু শনিবার ফের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। ওই বিজ্ঞপ্তিতে জাননো হয়,চলতি বছরেও বাংলাদেশ থেকে ৩ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হবে ভারতে। ২৪ সেপ্টেম্বরের মধ্যে আমদানী ও রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
গতবারেও পুজোর আগে ৫ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু চলতি বছরে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত থেকে ইউনূস নেতৃত্বাধীন সরকার সরে এসেছিল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
প্রসঙ্গত, বাংলাদেশ ছেড়ে বর্তমানে ভারতে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কারণেই কি প্রথমে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছিল বাংলাদেশ? সেই নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।