ছ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে নোবেল জয়ী অধ্যাপক মহম্মদ ইউনুসকে। বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের মামলায় সেখানকার একটি আদালত এই শাস্তি ঘোষণা করেছে। মহম্মদ ইউনুস ছাড়া আরও তিনজনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত।
এদিকে শাস্তি পেলেও এখনই জেলে যেতে হবে না মহম্মদ ইউনুসকে। উচ্চ আদালতে মামলা করার জন্য তাঁকে ৫০০০ হাজার টাকার বন্ডে এক মাসের জন্য জামিন দেওয়া হয়েছে।
এদিকে আদালতের বাইরে মহম্মদ ইউনুস বলেন, দোষ না করেও তাঁকে শাস্তি পেতে হয়েছে। এদিকে তাঁর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল পুরোপুরি নির্দোষ। মিথ্যাভাবে তাঁকে জড়িত করে শাস্তি দেওয়া হয়েছে।