বাংলাদেশের হিন্দুরা যেন নিজেদের সংখ্যালঘু না ভাবে, জন্মাষ্টমীতে (Janmashtami) বিশেষ বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি হাসিনার (Sheikh Hasina) বার্তা,, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবেন।
বৃহস্পতিবার জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই বার্তা দেন হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশে সব ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বাস করবে। রয়েছে। এ দেশের মাটিতে সবার সমান অধিকার।
Siddharth-Kiara: মন 'অদল বদল' হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার? পর্দার দু ধারেই জমছে রসায়ন
তিনি বলেন, ‘কখনও নিজেদের মনে কোনও হীনম্মন্যতা নিয়ে আসবেন না। কারণ, আপনারা যারা এদেশের নাগরিক, তারা সবাই দেশের মালিক এবং নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে।’
ঢাকার দক্ষিণেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি সে দেশের হিন্দুদের মনে করিয়ে দেন, দুর্গাপুজোয় ঢাকায় যে সব মণ্ডপ হয়, তার অনেকেরই উচ্চতা, জাঁকজমক পশ্চিমবঙ্গের চেয়েও বেশি হয়।
বাংলাদেশে কখনও একটা ব্যতিক্রমী অপ্রীতিকর ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে প্রচার করা হয়, সেখানে হিন্দু সম্প্রদায় নানা অধিকার থেকে বঞ্চিত, আফসোস হাসিনার। কিন্তু তাঁর সরকার এবং আওয়ামি লিগ কোনও ধর্ম-সম্প্রদায়কেই ছোট মনে করে না, বার্তা প্রধানমন্ত্রীর।