প্রতি বছরের মতো এই বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর , ২০০ কেজি অর্থাৎ ২৪০ কার্টুন বাংলাদেশের উৎকৃষ্ট মানের আম উপহার পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন শেখ হাসিনা।
ইতিমধ্যেই ওই আম কলকাতায় এসে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সহকারী সচিব (রাষ্ট্রাচার-২) আবু মুহম্মদ ফয়সাল জানিয়েছেন, সোমবার যশোরের বেনাপোল বন্দর-হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছেছে কলকাতায়। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন - মোদীজি থালি! প্রধানমন্ত্রীর মার্কিন সফরের আগেই নিউ জার্সির রেস্তোরাঁয় নয়া সংযোজন