কোথায় গেলেন ? হয়তো সবার স্মৃতির অতলে। কারণ, বঙ্গবন্ধুকে নিয়ে তেমনই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের উপদেষ্টা সরকার। তার চায় মুজিব সম্পর্কে এই প্রজন্মের না জানলেও চলবে। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং তাকে ঘিরে মুজিবের লড়াইয়ের কথা মুছে যাচ্ছে বাংলাদেশের পাঠ্যক্রম থেকে। আর পড়ানো হবে না তাঁর লেখা 'বায়ান্নর দিনগুলো'।
কূটনৈতিক মহলের দাবি, আসলে বাংলাদেশের উপর আওয়ামি লিগের আরও কোনও ছাপ থাকুক, সেটাই চাইছে না ইউনুসের সরকার। তাই একের পর এক পরিবর্তন করতে এখন উদ্ধত তারা। যদিও দেশে গণতন্ত্র কী ভাবে ফিরবে, তা আম বাংলাদেশিদের বোঝাতে এখনও পারেনি এই উপদেষ্টা সরকার।
গত পাঁচ অগাস্ট ঢাকার মসনদ থেকে বিচ্যুতির পর ভারতে আশ্রিত শেখ হাসিনা। দেশের মাটিতে লড়াই করছে তাঁর দল আওয়ামি লিগ। রাজনৈতিক মহলের মতে, আগামী কয়েকদিনের মধ্যে ফের মেরুকরণ হতে পারে এই দেশে।
আগামী বছর জানুয়ারি মাসে আমেরিকার নয়া প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প। আওয়ামি আশা, মার্কিন মসনদে এই বদল তাদের দেশে প্রভাব ফেলবে। তার আগে পর্যন্ত লড়াই করতে হবে। তা জেনেই ফের পথে নামছেন আওয়ামি নেতারা। অপেক্ষা ফের মুজিবকে বাংলাদেশে ফিরিয়ে আনার।