ঝামেলা কেনেন বাংলাদেশের ব্যবসায়ী সায়েম আহমেদ। অবাক হলেন? হ্যাঁ, অবাক হওয়ার মতোই ব্যাপার ঘটিয়েছেন বাংলাদেশের ময়মনসিংহের এই ব্যবসায়ী। কিন্তু সবাই যেখানে ঝামেলা দূরে সরিয়ে দিতে চায়, সেখানে এই মানুষটি ঝামেলার সওদা করেন। অর্থাৎ সেই ঝামেলা কিনে নেন। বাংলাদেশের এক সংবাদপত্র ময়মনসিংহে তেমনই এক ব্যবসায়ীর হদিস পেয়েছে।
বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ময়মনসিংহে সায়েম আহমেদের একটি দোকান রয়েছে। যার নাম ‘মেসার্স ঝামেলা কিনি’। দোকানের অদ্ভুত এই নাম কেন, বিষয়টি খোলসা করেছেন সায়েম নিজেই।
সায়েম জানিয়েছেন, ঘরের পুরনো আসবাবপত্র অনেকের কাছে একটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। নতুন আসবাবের ভিড়ে তারা যেমন ‘কোণঠাসা’ হয়ে পড়ে, তেমন তাদের কদরও কমে যায়। আর সেই আসবাবগুলি স্বল্প মূল্যে কিনে নেন সায়েম। তাঁর কথায়, “এক জনের কাছে যেগুলি ঝামেলা, সেগুলিই আমার কাছে লক্ষ্মী।” অর্থাৎ অন্যের ঝামেলা নিজের ‘ঘরে’ ঢুকিয়ে সেই ঝামেলা বিক্রি করেই দারুণ লক্ষ্মীলাভ হচ্ছে তাঁর। জানা গেছে, মাস গেলে লাখ টাকা আয় হয় সায়েমের।