পাড়ার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল বছর পনেরোর বালক । কিন্তু,লুকোচুরি খেলতে গিয়ে হঠাৎ-ই নিখোঁজ হয়ে যায় সে । অবশেষে প্রায় ৬ দিন পর তাঁর খোঁজ মিলল । তাও আবার ভিন দেশ মালয়েশিয়ায় । নিখোঁজ বালকটির নাম ফাহিম । বাংলাদেশের (Bangladesh News) বাসিন্দা বলে জানা গিয়েছে । কিন্তু, লুকোচুরি খেলতে গিয়ে বাংলাদেশ থেকে কীভাবে মালয়েশিয়ায় (Malaysia) পৌঁছয় ওই বালক ?
জানা গিয়েছে, সম্প্রতি, বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলার সময় একটি পণ্যবাহী কন্টেনারের ভিতরে আটকে পড়ে ফাহিম । ক্নান্ত হয়ে তার ভিতরেই ঘুমিয়ে পড়ে সে । কিন্তু, ওই কন্টেনারটি মালয়েশিয়ায় যাওয়ার
কথা ছিল । সেইমতো বাংলাদেশে থেকে রওনা হয়ে তা প্রায় ৬ দিন পর মালয়েশিয়ায় পৌঁছয় । ওই কয়েকদিন কোনও রকম খাবার ও জল ছাড়া ওই কন্টেনারের মধ্যে বন্দী ছিল ফাহিম ।
আরও পড়ুন, Bharat Jodo Yatra : আজ শেষ হচ্ছে রাহুলের ভারত জোড়ো যাত্রা, যোগ দেবে ১২ বিরোধী দল, নেই তৃণমূল
মালয়েশিয়ায় কন্টেনার বোঝাই জাহাজটি পৌঁছনোর পর বন্দর কর্তৃপক্ষ একটি কন্টেনার থেকে কিছু শব্দ শুনতে পান। তারপরই ফাহিমকে উদ্ধার করা হয় ।ফাহিমকে প্রথমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এখন সে সুস্থ রয়েছে ।