সারা দুনিয়ায় মাঙ্কিপক্সের বাড়াবাড়ি ঠেকাতে এবার আসরে নামল ইউরোপীয় ইউনিয়ন। মূলত তাদের উদ্য়োগেই বাজারে আসতে চলেছে এই রোগের টিকা। বায়োটেকনোলজি কোম্পানির বাভারিয়ান নর্ডিকের ইমভেনেক্স টিকা মাঙ্কিপক্সের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে। তাই এই টিকাকে বাজারে আনার অনুমতি দিল ইউরোপীয় ইউনিয়ন। তাদের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তি দেখছে বিশ্ববাসী।
করোনার পর মাঙ্কিপক্স নিয়ে উদ্বেগ ভারত-সহ এখন গোটা বিশ্বে। এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে দুনিয়া জুড়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। ইতিমধ্য়ে ভারতেও মাক্সিপক্সে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। দিল্লিতেও পাওয়া গিয়েছে এই রোগ।
আরও পড়ুন: মামলা একাধিক, দোষী মাত্র ২৩, সংসদে ইডি নিয়ে রিপোর্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রকের
এই পরিস্থিতিতে ব্যাভারিয়ানের প্রধান নির্বাহী পল চ্যাপলিন জানিয়েছেন, এই টিকা বিশ্ববাসীকে মাঙ্কিপক্সের সংক্রমণ এড়াতে সাহায্য করবে। তবে এই টিকা উৎপাদনের ক্ষেত্রে আরও বিনিয়োগ এবং জৈবিক প্রস্তুতির কাঠামোগত পরিকল্পনার প্রয়োজন।