ফের শিরোনামে চিনের জিনপিং সরকার। কোভিড-নীতির বিরুদ্ধে চিনবাসীর বিক্ষোভের খবর করার জেরে বিবিসির এক সাংবাদিককে (BBC Journalist Arrested) নিগ্রহের অভিযোগ চিনের পুলিশের বিরুদ্ধে। শুধু মারধর নয়, ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ। রবিবার এই আন্তর্জাতিক সংবাদ সংস্থার (BBC) দাবি, চিনে কর্তব্যরত ওই সাংবাদিককে মারধর করেছে জিনপিংয়ের (Shi Jinping) পুলিশ। এরপর তাঁকে গ্রেফতারও করা হয় বলেও দাবি ওই সংবাদসংস্থার।
এই আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘বিবিসি'র সাংবাদিক এড লরেন্সের (Edwards Lawrence) সঙ্গে চিনা পুলিশের আচরণ নিয়ে আমরা শঙ্কিত। শাংহাইতে সরকার-বিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। তাঁকে পুলিশ বাধা দেয়। হাতকড়া পরিয়ে সাংবাদিককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে।’’
আরও পড়ুন- Qatar Worldcup-Argentina: ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে খেলা দেখলেন আর্জেন্টিনার তরুণী!
দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের জেরে এবার জিনপিং সরকারের (Shi Jinping) কোভিড-শূন্য নীতির বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। রবিবার রাজধানী বেজিং (Beijing) এবং শাংহাইয়ের রাস্তায় বিক্ষোভে অংশ নেন অসংখ্য সাধারণ মানুষ। অভিযোগ সেই খবর সংগ্রহে গিয়েই আক্রান্ত হন বিবিসি'র ওই সাংবাদিক (Edwards Lawrence)। ছবি তুলতে-খবর সংগ্রহ করতে পুলিশি বাধার পাশাপাশি তাঁকে গ্রেফতার করা হয় বলেও অভিযোগ। এমনকি, পুলিশি হেফাজতে তাঁকে মারধর করার অভিযোগও উঠেছে।