আইসল্যান্ডের (Iceland volcanic eruption) রাজধানী রেকজাভিক থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরেই ভয়াবহ অগ্ন্যুৎপাত। বিগত ৮ মাস ঘুমিয়েই ছিল আগ্নেয়গিরি।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর কেলফ্ল্যাভিক থেকে সেই আগ্নেয়গিরি আরও কাছে। সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে এই বিমানবন্দরই আইসল্যান্ডের বড় ভরসা। অগ্ন্যুৎপাত চলাকালীন অবশ্য পরিষেবা ব্যহত হয়নি।
Rakhi Purnima 2022: ভাই অনেক দূরে, কীভাবে পাঠাবেন রাখি, জেনে নিন
বিশাল উপত্যকা জুড়ে গলগল করে লাভা নিঃসরণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে। বিজ্ঞানীদের অনুমান, পরপর ভূমিকম্পের জেরেই জেগে উঠেছে আগ্নেয়গিরিটি।