বিশ্বাকপ শুরুর বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তবু, কাতারে বিশ্বকাপ হওয়া নিয়ে বিতর্কের শেষ নেই। আগামী সপ্তাহেই জাপানের বিরুদ্ধে তাদের বিশ্বকাপের যাত্রা শুরু করবে জার্মানি। কিন্তু, প্রতি বিশ্বকাপে জার্মানির ম্যাচে যে পরিচিত দৃশ্য দেখা যায়, এবারে তা দেখা যাবে না। বার্লিনের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ফার্গো ফুটবল বারের স্ক্রিনে দেখা যাবে না ম্যাচ। ফুটবলপ্রেমীদের কাছে অতি পরিচিত এই বারটি ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে। এবং, ম্যাচ শেষ হওয়ার অন্তত একঘণ্টা আগে খোলা হবে না পানশালার দরজা।
"ফুটবল আমাদের প্রাণের একটা অংশ। আমরা চাই না, সেই ফুটবলের রাজসূয় যজ্ঞ এমন একটা দেশে হোক, যে দেশ ফুটবলকে শিখণ্ডী করে তার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের কালিমামুক্ত করে প্রতিষ্ঠা করতে চাইছে। আমরা এর বিরোধিতা করি", সংবাদসংস্থা এএফপিকে জানান ওই বারের মুখপাত্র জোশিক পেক।
তিনি আরও বলেন, "আমরা কিছুতেই শান্তভাবে খেলা দেখতে পারব না, যখন আমাদের মনে পড়বে, যে দেশে খেলাটা হচ্ছে, সেখানে চূড়ান্ত লিঙ্গবৈষম্য রয়েছে। যেখানে লিঙ্গ-নির্বিশেষে স্বাধীনভাবে ঘুরতে পারেন না বহু মানুষ। আমরা জানি, এতে আমাদের ব্যবসা মার খাবে। কিন্তু, তার জন্য আমরা পথে বসব না"।
শুধু, ফার্গোই নয়, বার্লিন তথা জার্মানির বহু বারই আসন্ন বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক দিয়েছে। প্রতি বিশ্বকাপের মতো এবারে খেলা চলার সময় সেই পানশালাগুলির দরজা আর খুলবে না।