রাশিয়া ইউক্রেনের ওপর আঘাত (Russia-Ukraine Crisis) হানার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) হত্যার ছক কষা হয়েছিল, এমনই দাবি ইউক্রেনের এক সেনা আধিকারিক জেনারেল কাইরাইলো বুদানভ (Budanov)। সেই ছক ভেস্তে যায় বলেও জানিয়েছেন তিনি।
ইউক্রেনের ডিফেন্স ইন্টেলিজেন্স-এর প্রধান বুদানভ জানিয়েছেন, কৃষ্ণ সাগর এবং ক্যাসপিয়ান সাগরের মাঝামাঝি অঞ্চলে পুতিনের হত্যার ছক কষা হয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে (Zelensky) হত্যার ছক সংক্রান্ত নানা দাবি সামনে এলেও পুতিনকে (Putin) হত্যার ছক নিয়ে এমন দাবি এই-ই প্রথম।
চিড়িয়াখানায় সিংহকে উত্যক্ত, কামড়ে ছিঁড়ে নিল কর্মীর আঙুল, দেখুন ভিডিও
পুতিন সম্পর্কে বুদানভ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের শারীরিক এবং মানসিক অবস্থা শোচনীয়। ইউক্রেনীয় এক গুপ্তচর সূত্রে খবর, ক্যানসার সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পুতিন।