২০২৪ সালে ভারত যেন তৈরি হচ্ছে লোকসভা নির্বাচনের জন্য। তেমনই আমেরিকারও প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। এরমধ্যেই মঙ্গলবার ঘোষণা করা হল, আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন জো বাইডেন। এমনকী লড়াই করবেন কমলা হ্যারিসও। ফলে মার্কিন মুলুকে ফের আগামী বছর হতে চলছে বাইডেন বনাম ট্রাম্পের লড়াই। কারণ, ট্রাম্প আগেই নির্বাচনে লড়াইয়ের কথা জানিয়ে দিয়েছেন।
আমেরিকার প্রেসিডেন্টদের পুনরায় নির্বাচনে নামার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু বাইডেনের ক্ষেত্রে তা অভিনবই বটে। ৮০ বছর বয়সি বাইডেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। এই বয়স নিয়ে যত গোলমাল। অশীতিপর বাইডেন জানিয়ে দিলেন, তিনি লড়াইয়ে আছেন বহাল তবিয়তেই।
ইতিমধ্যেই ডেমোক্র্যাটিকের প্রার্থী হিসাবে প্রচার শুরু করে দিয়েছেন রবার্ট এফ কেনেডি এবং মারিয়ানা উইলিয়ামস। প্রসঙ্গত, করোনার সময় আমেরিকায় টিকা বিরোধী আন্দোলনের একেবারে সামনের সারিতে ছিলেন এই রবার্ট এফ কেনেডি। মারিয়ানা লেখালেখি করেন।