হোয়াইটহাউসে ভারত-আমেরিকার হাই-টেক হ্যান্ডশেক ইভেন্টে উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাতে একটি টি-শার্ট তুলে দেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউএস কংগ্রেসে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণের একটি 'কোট' লেখা সেই টি-শার্টে। প্রথম লাইনে 'দ্য ফিউচার ইজ দ্বিতীয় লাইনে লেখা 'আমেরিকা ও ইন্ডিয়া'। মনে করা হচ্ছে, দুই গণতান্ত্রিক দেশের সম্পর্ক নতুন যুগে কতটা মজবুত, তারই প্রতিফলন এই টি-শার্ট। শুক্রবারই আমেরিকা সফর শেষ করে কাওরোর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
ইউএস কংগ্রেসে প্রধানমন্ত্রী বলেন, "গত কয়েকবছরে অনেক আধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে। উন্নয়নের দিক থেকে আরও একটি এআই-ও এগিয়ে গিয়েছে। আমেরিকা ও ইন্ডিয়া।"
এরপরই হোয়াইটহাউজে ভারত ও আমেরিকার শীর্ষ আধিকারিকদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, গুগল সিইও সুন্দর পিচাই, নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান্ আনন্দ মাহিন্দ্রা, মুকেশ আম্বানি, নিখিল কামাথরা প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইটহাউসে ছিলেন।