ক্যানসার! শুধু এটুকু শুনলেই হাড় হিম হয়ে আসে এই ২০২২ এ এসেও। কারণ, এখনও মারণ রোগ বললেই এই নামটাই সবচেয়ে আগে মাথায় আসে। কিন্তু সেই দিন নাকি খুব শিগগির ফুরোচ্ছে। আর মাত্র কটা বছরের অপেক্ষা। ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োএনটেক জানিয়েছে, আগামী দশকের শুরুতেই যুগান্তকারী বদল আসতে চলেছে ক্যানসারের চিকিৎসায়। আসছে কর্কট রোগের টিকা।
কোভিড ১৯ এর টিকা প্রস্তুত করাকালীনই ক্যানসারের টিকা তৈরির কাজ একলাফে অনেকটা এগিয়েছে বলে বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বায়োএনটেক সংস্থার প্রতিষ্ঠাতা ওজলেম টুরেসি। অধ্যাপক জানিয়েছেন, তাঁদের বিশ্বাস, ২০৩০ এর মধ্যে ক্যান্সারের টিকার সাহায্যে এই রোগ নির্মূল করা সম্ভব হবে। আমূল বদলে যাবে ক্যানসারের রোগীর জীবন।
Amitabh Bachchan: এক বছরে ৭টা রিলিজ!, ৮০ বছরের আমিতাভ বচ্চন টেক্কা দিলেন অক্ষয়-অজয়দের
এম আরএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই টিকা তৈরির কাজ চলছে। বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক আরও জানিয়েছেন, ক্যানসারের টিকার সাফল্য না পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। টিকার পাশাপাশি ক্যানসারের চিকিৎসায় আরও উন্নত ওষুধ তৈরি নিয়েও ক্রমাগত গবেষণা চলছে।