শুক্রবার নামাজ চলাকালীন বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর আফগানিস্তানের একটি মসজিদ। বাঘলান প্রদেশের রাজধানীতে এই বিস্ফোরণে একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও এই বিস্ফোরণের কোনও দায়স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিয়া সম্প্রদায়ের পোল-ই-খোমরির ইমাম জামান মসজিদে বিস্ফোরণটি হয়েছে। এক আত্মঘাতী জঙ্গি বুকে বিস্ফোরক নিয়ে নমাজের সময় ঢুকে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, এই ঘটনায় বহু মানুষের প্রাণহানি হতে পারে।
একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি ও ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি।