কাবুলে ক্রিকেট ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বিস্ফোরণ (Afganistan blast) ঘটল। শুক্রবার বিকেলে ম্যাচ চলাকালীন এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়াম। ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অনেকে। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার আফগানিস্তানের কাবুলে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলছিল। ম্যাচ দেখতে এসেছিলেন প্রচুর দর্শক। হঠাৎই ভিড়ে ঠাসা সেই স্টেডিয়ামে আত্মঘাতী বিস্ফোরণ ঘটনো হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যেতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এখনও পর্যন্ত বিস্ফোরণে ঠিক কতজন জখম হয়েছেন বা কেউ মারা গিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।
SSC Scam:মেধা তালিকায় থাকা সকলকে চাকরি, আশ্বাস দিলেন অভিষেক
উল্লেখ্য, গত বছর ন্যাটো সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর সে দেশে ফের ক্ষমতা দখল করে তালিবান। তালিবানরা ক্ষমতায় আসার পরে আফগানিস্তানে একাধিক বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে গত দেড় বছরে। তবে ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী হামলার ঘটনা এই প্রথম।