ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল(Kabul Blast News)। এবার সেখানে সেনাবাহিনীর বিমানবন্দরে বিস্ফোরণ হয়েছে বলেই খবর। রবিবার বিমানবন্দরের(Kabul Miliraty Airport Blast) বাইরে ঘটা এই বিস্ফোরণে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাবুল প্রশাসনের তরফে জানানো হয়, রবিবার সকালে এই বিস্ফোরণে একাধিক সেনাকর্তা এবং সাধারণ মানুষ আহত হয়েছেন। তবে এখনও সঠিকভাবে মৃত বা আহতের সংখ্যা জানা যায়নি।
রবিবার সকাল ৮টা নাগাদ বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে বিমানবন্দর(Kabul Airport Blast) লাগোয়া এলাকা। দুর্ঘটনায় এলাকাতেই মারা যান বেশ কিছু মানুষ, তালিকায় রয়েছেন সেনাকর্মীরাও। তবে সেই সংখ্যা এখনও জানা যায়নি। যদিও ঘটনার পরেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়। এখনও কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের(Kabul Blast Latest News) দায় স্বীকার করেনি।
আরও পড়ুন- Covid-19 : ভারতে আসতে গেলে লাগবে আরটি-পিসিআর, এই ৬ দেশের জন্য জারি নিয়ম
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর কাবুলের ‘শহর-এ-নও’ নামে এক নামী হোটেলে এই বিস্ফোরণ হয়। পাশাপাশি, ওই হোটেলে(Kabul Hotel Blast News) গুলিও চলে বলেই খবর। ঘটনার পর সেনা-জঙ্গী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে এই হামলার দায় নেয় আইএসআইএস(ISIS Terrorist) জঙ্গিগোষ্ঠী।