ইউক্রেন যুদ্ধে মৃত ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পার(Naveen Shekharappa) মরদেহ রবিবার এসে পৌঁছবে বেঙ্গালুরুতে(Bengaluru)। শুক্রবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই(CM Basavaraj Bommai)।
চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া(Medical Student) নবীন গত ১ মার্চ ইউক্রেনের খারকিভে(Kharkiv city) মারা যায়। বাঙ্কার থেকে খাবার, জল এবং টাকার জন্য বেরোতে বাধ্য হয়েছিল নবীন। আর ঠিক সেই সময়ই রুশ গোলাবর্ষণে(Russian shelling) মৃত্যু হয় নবীনের।
আরও পড়ুন- Russia Ukraine War: রুশ হামলায় নিহত ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস
এখনও পর্যন্ত প্রায় ২২,৫০০ জন ভারতীয়কে(Indians) দেশে ফেরানো সম্ভব হয়েছে। তবে এখনও বেশ কিছু ভারতীয় রয়ে গেছেন বিপজ্জনক এলাকায়। তাঁদের ফেরাতেও দ্রুত ব্যবস্থা নেবে দেশ(India)। ভারতীয় বিদেশমন্ত্রকের(Ministry of External Affairs) তরফে বৃহস্পতিবার একথা জানানো হয়।