ইউক্রেন (Ukraine) থেকে মৃতদেহ ফিরিয়ে আনতে বিমানে বেশি জায়গা লাগে। কফিন আনতে যতখানি জায়গা লাগে, তাতে ৮-১০ জন জীবিতকে ফেরানো যায়। এমনই বিতর্কিত মন্তব্য করলেন এক বিজেপি (BJP) বিধায়ক।
নিহত ছাত্র নবীন শেখরপ্পা জ্ঞানগৌড়ার (Naveen Shekharappa Gyanagowda) মৃতদেহ কর্ণাটকে (Karnataka) ফেরত চেষ্টা করছে সরকার। এই অবস্থায় কর্ণাটকের হুবলি-ধারওয়াদ (Hubli-Dharwad) কেন্দ্রের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাদ (Arvind Bellad) বলেছেন, একটি কফিনের পরিবর্তে, প্রায় আট থেকে দশ জনকে বিমানে বসানো যেতে পারে।
নবীনের মৃতদেহ কবে নাগাদ তার শহর হাভেরিতে (Haveri,) ফিরিয়ে আনা হবে তাকে ঘিরে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা নিয়ে প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। বেলাদ বলেন, "সরকার নবীনের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ইউক্রেন একটি যুদ্ধক্ষেত্র এবং সবাই এটি সম্পর্কে অবগত। চেষ্টা করা হচ্ছে এবং সম্ভব হলে মৃতদেহ ফিরিয়ে আনা হবে।"
আরও পড়ুন: Ukraine crisis: রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হলেন ভারতীয় পড়ুয়া, ভর্তি করা হল হাসপাতালে
তিনি আরও বলেন যে, "যাঁরা এখনও জীবিত তাঁদের ফিরিয়ে আনা খুবই কঠিন। তবে মৃতদের ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়েছে। কারণ মৃতদেহ ফ্লাইটে আরও বেশি জায়গা নেয়। একটি মৃতদেহের পরিবর্তে ফ্লাইটে আট থেকে দশ জনকে রাখা সম্ভব হয়।"