জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সভায় হঠাৎ বিস্ফোরণ । অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী । সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে । জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, পাইপের মতো কোনও একটি বস্তু প্রধানমন্ত্রীর দিকে ছুঁড়ে মারা হয় । তার থেকেই বিস্ফোরণ হল বলে খবর । ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় খালি করে দেওয়া হয়েছে ঘটনাস্থল। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর ।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার পশ্চিম জাপানের ওয়াকামা শহরে একটি সভায় যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা । প্রধানমন্ত্রী কিশিদা মঞ্চে বক্তব্য রাখতে উঠতেই হঠাৎ বিকট শব্দ । ধোয়ায় ভরে যায় চারপাশ । তারপরেই সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কিশিদাকে । প্রাথমিক তদন্তে অনুমান, প্রধানমন্ত্রী কিশিদা মঞ্চে উঠতেই তাঁকে লক্ষ্য করে একটি পাইপ জাতীয় বস্তু ছোড়া হয় । ওই পাইপের ভিতরেই স্মোক বম্ব জাতীয় কোনও বিস্ফোরক ছিল ।