আফগানিস্তানের (Afghanistan Bomb Blast) একটি স্কুলে বোমা হামলা । বুধবার দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে মাদ্রাসা । জানা গিয়েছে, ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে অধিকাংশই শিশু । আহত হয়েছেন অনেকে । এখনও পর্যন্ত কোনও সংগঠনের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি ।
জানা গিয়েছে, আফগানিস্তানের (Afghanistan) সমঙ্গন প্রদেশের জহিদা মাদ্রাসায় ঘটনাটি ঘটে । মাদ্রাসাটি একেবারে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত । বুধবার স্থানীয় সময় বেলা ১২:৪৫ । মাদ্রাসায় তখন প্রার্থনা সেরে উঠেছে ছাত্র ও শিক্ষকরা । হঠাৎই বিস্ফোরণ (bomb Blast) । বিস্ফোরেণের তীব্রতায় কেঁপে ওঠে চারিদিক । মুহূর্তের মধ্যেই সব কালো ধোঁয়ায় ভরে যায় । সংবাদ সংস্থা এএফপি-কে একটি হাসপাতাল জানিয়েছে, বোমা হামলায় মৃত ১৬ জনের মধ্যে অধিকাংশই শিশু এবং সাধারণ মানুষ । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ।
বোমা 'হামলা'-র নেপথ্যে কারা রয়েছে,তা জানা যায়নি ঠিকই । তবে, ঘটনার তদন্তে জোর দিয়েছে তালিবান । দোষীদের অবিলম্বে শাস্তির আশ্বাস দিয়েছে সরকার । উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান আসার পর থেকে প্রায়ই সেখানে বিস্ফোরণের খবর মেলে । আবারও একই ঘটনা ঘটল বুধবার ।