ব্রাজিলে (Brazil) বন্যা পরিস্থিতি কার্যত ভয়াবহ চেহারা নিয়েছে। উত্তরপূর্ব ব্রাজিলের পেরনামবুকোয় মৃত্যু হয়েছে অন্তত ৯১ জনের। শ'য়ে শ'য়ে উদ্ধারকর্মী দিন রাত এক করে পরিশ্রম করছেন। ২৬ জন নিখোঁজ মানুষকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
একটানা ভারী বৃষ্টির জেরে বেহাল ব্রাজিলের অবস্থা। উত্তর পূর্ব ব্রাজিলের একাধিক জায়গায় ধস নেমেছে। পেরনামবুকো অঞ্চল পরিদর্শনে গিয়েছেন রাষ্ট্রপতি বোলসোনারো।
আলাগোয়াস অঞ্চলেও বন্যার জলে ভেসে গিয়েছেন অনেকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আনুমানিক এক থেকে চার হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে।
রাষ্ট্রপতি বোলসোনারে আরও জানিয়েছেন, দক্ষিণ ব্রাজিলের বাহিয়া প্রদেশ, মিনাস গেরেইস প্রদেশ এবং রিও ডে জেনেইরোর পার্বত্য এলাকাতেও একই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয়েছে।
ব্রাজিলের প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে। গত বছর ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির প্রথমে বাহিয়া রাজ্যে ঝড়বৃষ্টিতে বেশ কয়েকজন নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। জানুয়ারির শেষ দিকে সাও পাওলোর দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারিতে রিও ডি জেনেরিওতে ২৩০-এর বেশি প্রাণহানি ঘটেছে।