কার্নিভালের মরশুমে ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস ব্রাজিলে (Brazil Flood)। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উত্তরের সাও পাওলো ( Sao Paulo state) রাজ্যের বেশ কয়েকটি শহরে বন্যা ও ভূমিধসে প্রায় ৩৬ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মাথার উপরের ছাদ খুইয়েছেন প্রায় ৫০০ এর বেশি মানুষ। সাও সেবাস্তিয়াও এবং বার্টিওগা শহরগুলি ইতিমধ্যেই বাতিল করেছে কার্নিভাল।
Turkey Earthquake : ১২ দিনের লড়াই শেষ, তুরস্কের ভূমিকম্পে প্রয়াত ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আস্তু
দুর্যোগের পর হতাহতদের খোঁজে উদ্ধারকার্য চলছে। বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে পুনরায় সংযোগ চালু এবং রাস্তা পরিষ্কারের কাজও চলছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা, ত্রাণ বিলি , পুনরুদ্ধারের কাজ শুরু করেছে ব্রাজিলের ফেডারেল সরকার। সাও পাওলো রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, ওই অঞ্চলে একদিনে ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এত অল্পসময়ের মধ্যে সর্ব্বোচ্চ।