পরিবেশগত সমস্যার কারণে ২০২০ সাল থেকেই আইফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছিল বিশ্ববিখ্যাত মোবাইল সংস্থা অ্যাপল। এর ফলে অ্যাপলকে সম্প্রতি ১৯ মিলিয়ন ডলার (প্রায় ১৫৬ কোটি টাকা) জরিমানা করেছে ব্রাজিল। শুধু তাই নয়, ব্রাজিলে অ্যাপলকে তাদের নতুন আইফোন মডেল চার্জার সহ বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোবাইলের বক্সের মধ্যে চার্জার না দেওয়ার ফলে ইতিমধ্যেই গোটা বিশ্বের লক্ষ লক্ষ অ্যাপল গ্রাহককে চরম অসুবিধায় পড়তে হয়েছে। এই কারণে তাঁরা সংস্থাটিকে একাধিকবার কাঠগড়ায় তুলেছেন। তবে, তাতেও কোনও হেলদোল দেখা যায়নি। অ্যাপল নিজেদের দাবিতে অনড়। তাদের দাবি, পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
ব্রাজিল সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, চার্জার ছাড়া স্মার্টফোন বিক্রির সঙ্গে পরিবেশ সুরক্ষার কোনও সম্পর্কই নেই।
যত দামি ফোনই হোক না কেন, যে মডেলই হোক না কেন, যে জেনারেশনের ফোনই হোক না কেন, চার্জার না দিলে দেশে আইফোনের কোনও মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সে দেশের সরকার। মাসখানেক আগেও অ্যাপলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করে চার্জার ছাড়া ফোন বিক্রির জন্য ২৪ লক্ষ ডলার জরিমানা করেছিল ব্রাজিল।