ব্রাজিলের অভিযান স্থান পেলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব সদ্যপ্রয়াত 'পেলে'। 'অতুলনীয়' বা 'অনন্য' বা 'তুলনাহীন'-এর প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা যেতে পারে 'পেলে' শব্দটি। বুধবার মিচেলিস অভিধানের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। কিংবদন্তি ফুটবলারের প্রতি সম্মান জানাতে একটি প্রচার অভিযান শুরু হয়েছে। সংগ্রহ করা হয়েছে ১ লক্ষ ২৫ হসজার সই। এই প্রচারাভিযানের অংশ হিসাবেই এই ঘোষণা।
তিনবারের বিশ্বকাপজয়ী পেলে গত ডিসেম্বর মাসে কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।
ডিকশেনারিতে 'পেলে' শব্দের অর্থ বোঝাতে লেখা হয়েছে, 'যে বা যিনি সাধারণের থেকে একদম আলাদা, যিনি নিজের অসামান্য মান, দক্ষতা, মূল্যবোধের কারণে আর কারও সঙ্গে তুলনীয় নন, যিনি ঠিক পেলে বা এডসন আরান্তেস ডো নাসিমেন্টোর (১৯৪০-২০২২) মতোই, যিনি অতুলনীয় এবং অনন্য।'
শব্দটির ব্যবহারের উদাহরণ দিয়ে বলা হয়েছে : তিনি বাস্কেটবলের পেলে, তিনি টেনিসেরবপেলে, উনি চিকিৎসাশাস্ত্রের পেলে।
ব্রাজিলের পেলে ফাউন্ডেশন, জীবনের অধিকাংশ সময় পেলে যে ক্লাবে খেলেছোন, সেই স্যান্টোস এফসি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
পেলে সোস্যাল মিডিয়া চ্যানেল জানিয়েছে, কাউকে শ্রেষ্ঠ বোঝাতে ইতিমধ্যেই পেলে শব্দের ব্যবহার বেশ জনপ্রিয়। অভিধানে জায়গা পাওয়ায় শব্দটির এই ব্যবহার অমরত্ব পেল