ফুটবল খেলতে নেমে মাঠে বিবাদের ঘটনা নতুন কিছু নয়। যুগের পর যুগ ধরেই তা হয়ে আসছে। কিন্তু, ফুটবল ম্যাচের সময়ে বিবাদের জন্য স্বয়ং রেফারিই ছুরি মেরে দিলেন ফুটবলারকে? এমন ঘটনার নজির বিশেষ নেই। এমনটাই ঘটেছে ব্রাজিলের মন্টে কার্লো পুরসভা আয়োজিত একটি ফুটবল প্রতিযোগিতায়। একটি পেনাল্টির আবেদন ঘিরে বিবাদ হয়। রেফারিকে ঘিরে ধরেন দু’দলের ফুটবলাররা। মারামারি শুরু হয়। তার মধ্যেই হঠাৎ হাতে একটি ছুরি নিয়ে এক ফুটবলারের দিকে ছোটেন রেফারি। সেই ফুটবলার মাটিতে পড়ে গেলে তাঁর পিঠে ছুরি মারেন তিনি।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় আহত ফুটবলারকে। গ্রেফতার করা হয়েছে সংশ্লিষ্ট রেফারিকেও।
উল্লেখ্য, ব্রাজিলে এই ঘটনা একেবারে নজিরবিহীন নয়। ২০১০ সালে রিও ডি জেনেইরোতে মাঠে এক ফুটবলারকে ছুরি মেরে খুন করায় গ্রেফতার করা হয়েছিল এক রেফারিকে। ২০১৩ সালেও লাল কার্ড দেখানোয় ঝামেলা হওয়ায় এক ফুটবলারকে মাঠেই খুন করেছিলেন রেফারি।