ব্রিটেনের র্যাডফোর্ড পরিবার। সে দেশে একনামেই সকলে চেনেন। কারণ? সবচেয়ে বড় পরিবার। ২৪ জনের। বাবা-মা আর তাঁদের ২২ জন সন্তান। এখানেই ক্ষান্ত নন। এবার বাচ্চা দত্তক নিতে চান র্যাডফোর্ড দম্পতি।
১৯৯২ সালে বিয়ে করেছিলেন সিউ এবং তাঁর স্বামী। প্রাথমিক পরিকল্পনা ছিল তিনটি সন্তান নিয়ে তৈরি হবে পিকচার পারফেক্ট একটা ফ্যামিলি। বাচ্চা ভালবাসতেন দম্পতির দুজনেই। তাই একটু একটু করে বড় হল পরিবার। কচিকাঁচার সংখ্যা বেড়ে হল ২২। বিবাহিত জীবনে ১৬ বছর অন্তঃসত্ত্বা ছিলেন সিউ। প্রথমবার মা হয়েছিলেন ১৭ বছর বয়সে।
এখন নিজেদের সন্তানরা বড় হয়েছে, এবার সন্তান দত্তক নিতে চাইছেন। এত এত সন্তান থাকার অনুভূতিটা কেমন? সিউ জানালেন, গোটা জীবনটাই আদ্যপান্ত ভালবাসায় মোড়া থাকে। তাছাড়া একটা দেশের সবচেয়ে বড় পরিবারের তকমা পাওয়াটাও র্যাডফোর্ড দম্পতির কাছে বেশ গর্বের।