অল্পের জন্য প্রাণে বেঁচেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তবে গুলিতে মারাত্মক আহত হয়েছেন তেহরিক-ই-ইনসাফের (Pakistan Tehreek-e-Insaf) নেতা। দলীয় সূত্রের খবর, ইমরান খানের পায়ে গুলি লেগেছে। লাহোরের সউকত খান্নুন হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে।
বৃহস্পতিবার গুজরানওয়ালায় পদযাত্রা চলাকালীন ইমরানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। সেই সময় দলের পতাকা ওড়াচ্ছিলেন ইমরান। তাঁর পায়ে গুলি লাগে। কোনও রকমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয়। সউকত খান্নুন হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইমরানের ডান পায়ের জঙ্ঘার একটি হাড় ভেঙে গিয়েছে। গুলির টুকরো ভিতরে গেঁথে আছে। চিকিৎসকরা পরীক্ষা করছেন। অস্ত্রোপচার করতে হবে।
আরও পড়ুন: তিক্ততা এখন অতীত, ঐন্দ্রিলার সুস্থতা প্রার্থনা সহ অভিনেতা জয় মুখোপাধ্যায়ের
ইমরানের উপর এই হামলার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের যোগ দেখছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এই হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইমরান ছাড়াও সেই সভায় আরও ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।