চোখে কন্ট্যাক্ট লেন্স (Contact Lense) পরতেন মহিলা । কিন্তু, লেন্সগুলিকে খুলে রাখতে ভুলে যেতেন । এভাবেই কেটে গেছে দিনের পর দিন । সম্প্রতি,সেই মহিলার চোখ থেকে বের করা হল একটা, দু'টো নয়,২৩টি কন্ট্যাক্ট লেন্স । ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায় (California) ।
সম্প্রতি, এ খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেইসঙ্গে দীর্ঘদিন ওই চোখের মধ্যে থাকা কন্ট্যাক্ট লেন্সের (California contact lense viral news) ছবিও ভাইরাল হয়েছে । জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার ওই মহিলা বেশ কয়েক মাস ধরে চোখে কন্ট্যাক্ট লেন্স পরছেন । অবাক ব্যাপার এটাই যে, লেন্স পরতেন, কিন্তু, সেটা ভুলে যেতেন ওই মহিলা ।দিনের পর দিন পুরনো লেন্স না খুলেই , তার উপর আবার নতুন লেন্স পরে যেতেন তিনি।
আরও পড়ুন, Tips for good sleep: ঘুম কেড়েছে ঘুমহীনতা? জেনে নিন মুশকিল আসানের টোটকা
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, চোখে থাকতে থাকতে লেন্সগুলির রং বদলে সবুজ হয়ে গিয়েছে । ক্যালফোর্নিয়ার এক চিকিৎসক চোখ থেকে লেন্সগুলি বের করে আনতে সক্ষম হয়েছে । জানা গিয়েছে, মহিলার চোখ ভাল আছে । দীর্ঘদিন ধরে কন্ট্যাক্ট লেন্স থাকতে থাকতে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারত তাঁর চোখের ।