ক্রমশ অগ্নিগর্ভ আকার ধারণ করছে ফ্রান্সের বিক্ষোভ। শনিবার রাতে ফ্রান্সের এক শহরের মেয়রের বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয়। মেয়রের স্ত্রী এবং সন্তান সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান তাঁরা।
প্যারিসে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে এক যুবককে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তারপর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ফ্রান্স। একাধিক এলাকায় বিক্ষোভকারীদের সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে সেখানকার মেয়রকে খুনের চক্রান্ত করেছিল বিক্ষোভকারীরা।
ফ্রান্সের বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জরবিবার সকালে গ্রেফাতার করা হয়েছে আরও ৭১৯ জনকে। এরই মধ্যে মেয়রের বাড়িতে চড়াও হন বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্রান্সের রাস্তায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আধাসেনাও মোতায়েন করা হয়েছে। তারমধ্যে শুধুমাত্র প্যারিসে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।