আফ্রিকার গ্যাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর ঘটনার জন্য ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাফ সিরাপই দায়ী, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর। শুক্রবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, তদন্তে প্রমাণিত হয়েছে যে, ভারতে তৈরি ওই কাফ সিরাপে ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যা শিশুদের শরীরে কিডনিতে সংক্রমণের জন্য দায়ী।
প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং মাগরিপ এন কোল্ড সিরাপ নামে চারটি কাশির সিরাপের সঙ্গে আফ্রিকার শিশুমৃত্যুর ঘটনার যোগ রয়েছে বলে আগেই আশঙ্কা প্রকাশ ওই সব কাশির সিরাপ ব্যবহার করতে নিষেধ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Kaustav Bagchi: জামিন পেয়েই আদালতের বাইরেই মাথা ন্যাড়া করলেন কৌস্তুভ বাগচী