নবম দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Ukraine Russia war)। ইউক্রেনে আটকে থাকা মানুষরা যাতে নির্দ্বিধায় ওই ভূখণ্ড ছাড়তে পারেন, তার জন্য উভয় দেশই 'সেফ করিডর' (Safe corridor) তৈরির সিদ্ধান্তে সীলমোহর দিল।
বেলারুশের একটি সভায় অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি'র (Zelensky) এক পরামর্শদাতা জানান, যুদ্ধবিরতির ব্যাপারে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্তে এসেছে রাশিয়া (Russia) এবং ইউক্রেন (Ukraine)। সিদ্ধান্তটি হল- যে যে অঞ্চলে 'সেফ করিডর' রয়েছে, সেই অঞ্চলগুলিতে গোলাবর্ষণ (Ceasefire in safe corridors) চালানো হবে না।
আরও পড়ুন: 'মৃতদেহ ফেরাতে বেশি জায়গা লাগে বিমানে..', বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের
রাশিয়ার লাগাতার গোলাবর্ষণ (Russia Ukraine war) এবং পুতিন (Putin) এই যুদ্ধ জারি রাখার হুঙ্কার দেওয়ার মাঝেই বৃহস্পতিবার পাশ্চাত্যের দেশগুলির কাছে সামরিক সহায়তার আবেদন জানান জেলেনস্কি। তাঁর আশঙ্কা, রাশিয়া (Russia) এভাবে বাকি ইউরোপকে দখল করার কাজেও এগোতে থাকবে।
সাংবাদিক সম্মেলনে তিনি (Zelensky) বলেন, "আপনারা যদি আকাশ বন্ধ করতে না পারেন, তাহলে আমাকে বিমানগুলো দিন। আমরা যদি আর না থাকি, তাহলে ঈশ্বর না করুন, রাশিয়ার পরের লক্ষ্য হবে লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া"।
পুতিনের (Putin) সঙ্গে মুখোমুখি বৈঠকের আর্জি জানিয়ে জেলেনস্কি (Zelensky) বলেন, "যুদ্ধ থামানোর এটিই একমাত্র উপায়"।