কানাডা নিয়ে সুর চড়াল ভারত। বুধবার বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, কানাডায় ভারত বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক মদতপুষ্ট অপরাধ, হিংসা এবং ঘৃণা বেড়েই চলেছে। এই অবস্থায় কানাডায় বসবাসরত সমস্ত ভারতীয় এবং যে ভারতীয়রা কানাডায় যাচ্ছেন, তাঁদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়া হয়েছে৷ ওই দেশে বসবাসরত যে ভারতীয়রা ভারত বিরোধী কার্যকলাপের প্রতিবাদ জানিয়েছেন, তাঁদেরও হুমকির মুখে পড়তে হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, কানাডার যে সব এলাকায় এমন ঘটনা ঘটেছে, তাঁরা যেন সেই সব এলাকা এড়িয়ে চলেন।
খলিস্তানি হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে কানাডার সঙ্গে নয়াদিল্লির চাপান উতোর তুঙ্গে পৌঁছে। সোমবার অটোয়ায় নিযুক্ত এক ভারতীয় দূতকে বহিষ্কার করেছিল জাস্টিন ট্রুডোর সরকার। পাল্টা মঙ্গলবার ভারতে কর্মরত কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে ৫ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত।
Sonia Gandhi : আর কতদিন অপেক্ষা করতে হবে দেশের মহিলাদের ? মহিলা সংরক্ষণ বিল বির্তকে প্রশ্ন সনিয়ার