Chandryaan 3 : চাঁদের কক্ষে পৌঁছতে আর দুইদিন, তার আগে কঠিন পরীক্ষার মুখে চন্দ্রযান-৩

Updated : Aug 03, 2023 10:06
|
Editorji News Desk

চাঁদের উদ্দেশে এগিয়ে চলেছে চন্দ্রযান-থ্রি (Chandryaan 3 ) । পৃথিবীর কক্ষপথ ছেড়ে এখন চাঁদের কক্ষের দিকে ধাবমান মহাকাশযান । ৫ অগাস্টের মধ্যেই তা পৌঁছে যেতে পারে চাঁদের কক্ষে । কিন্তু তার আগে এই দু'দিন কঠিন পরীক্ষা রয়েছে ইসরোর । 

চন্দ্রযান-৩-কে (Chandryaan-3) সাফল্যের সঙ্গে চাঁদের কক্ষে নিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ । অঙ্কের সামান্য ভুলে যদি চন্দ্রযান-৩ শেষ পর্যন্ত চাঁদের কক্ষপথে পৌঁছতে না পারে, তবে তা আবার ঘুরে চলে আসবে পৃথিবীর কক্ষপথে । আর সেখান থেকে তাঁকে আবার চাঁদে পাঠানোর মতো জ্বালানি থাকবে না। সেক্ষেত্রে চন্দ্রযান অভিযানে আবারও ব্যর্থ হবে ইসরো ।

আরও পড়ুন, Qatar Blue Road: যেন নদী! বিশ্বের এই দেশে রাস্তার রঙ নীল, কেন জানেন?
 

চাঁদের কক্ষপথে ঢোকার পর কী হবে ?

চন্দ্রযান-৩কে যথাযথ ভাবে স্থাপন করতে হবে চাঁদের কক্ষে। তারপর আলতো করে চাঁদের মাটিতে অবতরণ করাতে হবে ল্যান্ডার বিক্রমকে। যার ভিতরে থাকা চন্দ্র অভিযাত্রী যান প্রজ্ঞান নেমে আসবে চাঁদের মাটিতে । গতবারের অভিযানে এখানে এসেই ব্যর্থ হয়েছিল ইসরো । এবার কি সেই ব্যর্থতা সাফল্যের চাদরে ঢাকা পড়বে, আর কয়েকদিনের মধ্যেই তা জানা যাবে ।  

গত ২৫ জুলাই পঞ্চম কক্ষপথে প্রবেশ করেছিল চন্দ্রযান ৩ এর। দেখতে দেখতে সে পথও পেরিয়ে চাঁদের আরও কাছাকাছি চন্দ্রযান ৩। ৩১ জুলাই ট্রান্সলুনার ইঞ্জেকজন প্রক্রিয়ার মাধ্যমে মহাকাশযানটিকে ঠেলে চাঁদের কক্ষপথের দিকে পাঠানো হয় । অনেকটা গুলতি ছোঁড়ার মতো করে তাঁকে ছুড়ে দেওয়া হল চাঁদের কক্ষপথের দিকে।  লক্ষ্যচ্যুত হলেই চাঁদের দিকে না গিয়ে চন্দ্রযান ৩ চলে যেতে পারত মহাশূন্যেও।

Chandrayaan-3

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার