সব বাধা কাটিয়ে এবার চাঁদের কক্ষপথে ঢুকে পড়তে চলেছে চন্দ্রযান ৩। সব ঠিকঠাক চললে শনিবার রাতের মধ্যে পুরোপুরি চাঁদের আকর্ষণ ক্ষেত্রের মধ্যে ঢুকে পড়ার কথা তার। তার পরের ধাপে চাঁদের আকর্ষণকে কাজে লাগিয়ে ধীরে ধীরে চাঁদের মাটিতে স্পর্শ করবে IRSO-র তৈরি ওই চন্দ্র যান। ঘটনাচক্রে শনিবারই নীল আর্মস্ট্রংয়েরও জন্মদিন।
ISRO-র চন্দ্রযানের সবথেকে কঠিন পর্ব হতে চলেছে ২৩ অগাস্ট। বিজ্ঞানীদের বক্তব্য, ওই দিন বিকাল ৫টা ৪৭ মিনিট নাগাদ ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিং করার কথা রয়েছে। গত ২৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর মোট ৫বার কক্ষপথ পরিবর্তন করেছিল চন্দ্রযান ৩।
Read More- চাঁদের আরও কাছাকাছি চন্দ্রযান ৩, আজই প্রবেশ করতে চলেছে চাঁদের কক্ষপথে
ISRO সূত্রে খবর, শনিবার সন্ধে ৭টা নাগাদ চাঁদের মাধ্যাকর্ষণের আওতায় পৌঁছবে চন্দ্রযান ৩। সেসময় চাঁদের মাটি থেকে দূরত্ব থাকবে ১০০ কিলোমিটার। এরপর ধীরে ধীরে গতি কমাতে শুরু করবে। এবং ২৩ তারিখ চন্দ্রযানের সফট ল্যান্ডিংয়ের সম্ভাবনা রয়েছে।