স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে সরাল ওপেনএআই । তাঁর জায়গায় আপাতত সিইও পদে দায়িত্ব সামলাবেন মিরা মুরাটি । শুক্রবার এমনই জানানো হয়েছে সংস্থার তরফে । অল্টম্যানকে চ্যাটজিপিটি-র 'স্রষ্টা' হিসেবেই চেনে বিশ্ব । কিন্তু, কেন তাঁকে সিইও পদ থেকে সরিয়ে দিল সংস্থা ?
ওপেনএআই-এর তরফে জানানো হয়েছে, অল্টম্যান তাঁর দায়িত্ব ঠিকভাবে পালন করেননি । স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আস্থা হারিয়েছে সংস্থা । সংস্থার বোর্ড এই বিষয়ে অনেক আলোচনার পরই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে । বোর্ডের তরফে জানানো হয়েছে, অল্টম্যান বোর্ডের সদস্যদের সঙ্গে ধারাবাহিক ভাবে যোগাযোগ রাখেননি । পদ খোয়ানোর পর কী বললেন অল্টম্যান ?
স্যাম এক্স হ্যান্ডেলে লেখেন, ওপেনএআই-এ তিনি ভাল সময় কাটিয়েছেন । এই সিদ্ধান্ত তাঁর জীবনে অনেক বদল আনবে । পরবর্তীকালে তাঁর সিদ্ধান্ত কী বা পদক্ষেপ কী হবে, সেই বিষয়ে পরেই কথা বলবেন বলে জানিয়েছেন স্যাম ।