স্পেন সফরে গিয়ে সেখানকার লা লিগা ফুটবল লিগ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ সেপ্টেম্বর, লিগ প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। দু-দেশের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
নিজেদের এক্স হ্যান্ডেলে লা লিগা একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই সফরে ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও সদ্যোজাত সন্তানকে ছেড়ে তাঁর পক্ষে যাওয়া সম্ভব হয়নি।
Read More- ভারত পাক ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে, তবুও বিক্রি হল না ১৫ হাজার টিকিট
মমতার সফরে স্পেন যাচ্ছেন কলকাতার তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান কর্তারা। এই খবর আগেই জানা গিয়েছিল। লা লিগা কর্তৃপক্ষের টুইটে বিষয়টি স্পষ্ট হল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছেন, মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল কর্তা প্রণব দাশগুপ্ত এবং মহমেডানের ইশতিয়াক আহমেদ।