পার্কে ঢুকে শিশুদের উপর ছুরি নিয়ে হামলা চালাল এক যুবক। ঘটনাটি ফ্রেঞ্চ আল্পসের অ্য়ানিসি নামক একটি শহরের। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওই পার্কে খেলছিল কয়েকজন শিশু। সেসময় অজ্ঞাতপরিচয় এক যুবক ঢুকে পড়ে সেখানে। এবং আচমকা ছুরি দিয়ে কোপাতে শুরু করে।
ঘটনার জেরে মোট ৬ শিশু আহত হয়েছে। তাদের মধ্য ২জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও একজন প্রপ্তবয়স্ক ব্যক্তিও ঘটনার জেরে আহত হয়েছেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি দেখতে পেয়েছিলেন এলাকার বাসিন্দারা। তাঁরা ছুটে গিয়ে অভিযুক্ত যুবককে ধরে ফেলে। ঘটনার একটি CCTV ফুটেজও পাওয়া গেছে হয়েছে। তবে অভিযুক্ত যুবককে জেরা করে কোনও সন্ত্রাসবাসী যোগসূত্র পাওয়া যায়নি।