চিনে যাত্রিবাহী বিমান দুর্ঘটনা (China Plane Crashed)। জানা গিয়েছে বিমানটিতে ১৩৩জন যাত্রী ছিলেন। দক্ষিণ পশ্চিম চিনে (South West China) বিমানটি ভেঙে পড়েছে বলে খবর। দুর্ঘটনায় কতজন জীবিত বা মৃত, তা এখনও জানা যায়নি। উদ্ধারকারী দল (Rescue Team) ঘটনাস্থলে পৌঁছেছে।
চিনের রাজ্য সম্প্রচারক সংস্থা সিসিটিভির (CCTV) রিপোর্ট অনুযায়ী, চিনের হুঝাও শহরের কাছে গুয়াংহি নামের একটি গ্রামে ভেঙে পড়ে বিমানটি। জানা গিয়েছে, নিকটবর্তী একটি পাহাড়ে আগুন লেগেছিল। যার জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।
আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটির জের, মাঝ আকাশে গতিপথ বদলে করাচিতে অবতরণ দিল্লি-দোহাগামী বিমানের
চিনের স্থানীয় সময় রাত ১টা ১১ নাগাদ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝাউয়ের পথে রওনা দেয়। ২টো ২২ মিনিটের পর আর বিমানটির সঙ্গে সংযোগস্থাপন করা যায়নি।