ফের আগ্রাসী ভূমিকায় চিন সরকার। ভারতের অরুণাচল প্রদেশের ১১টি জায়গায় নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করল চিন! রবিবার ওই দেশের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক ১১টি এলাকার নাম পরিবর্তনের কথা ঘোষণা করেছে। চিন সরকার জানিয়েছে, যে জায়গাগুলির নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে রয়েছে দু’টি বিস্তীর্ণ ভূমি এলাকা, দু’টি আবাসিক এলাকা, দু’টি নদী এবং পাঁচটি পর্বতশৃঙ্গ। অরুণাচল নয়, এই এলাকা দক্ষিণ তিব্বতের অংশ বলেও দাবি করেছে চিন।
চিনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে সরকারের বিবৃতিটি প্রকাশিত হয়েছে। ভারত সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। চিনা, তিব্বতি সহ একাধিক ভাষায় বিবৃতিটি প্রকাশ করেছে চিন সরকার। চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্রে দাবি করা হয়েছে, স্থানীয় বাসিন্দারা যাতে এলাকার নাম সহজে মনে রাখতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ।
আরও পড়ুন- West Bengal Weather Update: আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় বদল! তাপমাত্রা কতোটা বাড়বে?
চিন একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে অরুণাচল প্রদেশের কিছু অংশকে চিনের ভূখণ্ড বলে দাবি করে ওই এলাকাকে জাংনান বলে চিহ্নিত করা হয়েছে। এর আগেও ২০১৭ এবং২০২১ সালে জাংনান তাদের এলাকা বলে দাবি করেছিল চিন সরকার। লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে চিনের এই নতুন পদক্ষেপ নতুন মাত্র যোগ করতে পারে।