ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চিন। ৩ বছর আগের ভয়াবহ স্মৃতি ফিরে আসছে ক্রমে। এয়ারফিনিটি নামের লন্ডনের রিসার্চ ফার্মের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, এই মুহূর্তে চিনে প্রতিদিন করোনায় (Covid in China) আক্রান্তের সংখ্যা অন্তত ১০ লক্ষ। মৃত্যু হচ্ছে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষের। যদিও, ২১ ডিসেম্বর বেজিং-এর পক্ষ থেকে যে সরকারি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে জানা যাচ্ছে, মোট নতুন দৈনিক করোনা (Coronavirus outbreak in China) আক্রান্তের সংখ্যা ২,৯৬৬ জন।
উল্লেখ্য, এয়ারফিনিটির রিপোর্ট আরও জানিয়েছে, এই সংখ্যাটি দৈনিক ৩৭ লক্ষ (Covid in China) পর্যন্ত স্পর্শ করতে পারে। এবং, আরও দুশ্চিন্তার কথা হল, আক্রান্তের সংখ্যা দিয়ে বিচার করলে এখানেই শেষ নয়। তা বাড়তে পারে আরও। ওই রিসার্চ ফার্মের সমীক্ষা অনুযায়ী ২০২৩ সালের মার্চে দৈনিক প্রায় ৪২ লক্ষ মানুষ আক্রান্ত হতে পারেন চিনে।
আরও পড়ুন: কোভিশিল্ড, কোভ্যাক্সিন কি করোনার নতুন ভ্যারিয়েন্ট রুখতে সক্ষম? খতিয়ে দেখবে রাজ্য
কোভিড নিয়ে চিন্তায় ভারত সরকারও। দফায় দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। ইতিমধ্যেই, ওমিক্রনের নতুন ভ্যারিয়ান্ট বিএফ৭ ধরা পড়েছে ভারতেও।
কেন্দ্রীয় সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে সমস্ত রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের উপস্থিত থাকতে বলেছে স্বাস্থ্য মন্ত্রক। দুপুর তিনটে নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক করা হবে। তবে, এই বৈঠকে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।