আকসাই চিনে (Aksai Chin) মাটির নীচে বাঙ্কার (Bunker) তৈরি করছে চিন । সেনা ও অস্ত্রকে মিসাইল হামলা থেকে রক্ষা করতেই বাঙ্কার তৈরি করা হচ্ছে বলে খবর । যেখানে এই ভুগর্ভস্থ বাঙ্কার তৈরি হচ্ছে, সেই এলাকাটি আবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ।
উপগ্রহ চিত্রের মাধ্যমেই বিষয়টা ধরা পড়েছে । ১৮ অগাস্ট এলাকার উপগ্রহ চিত্রগুলির বিশ্লেষণে দেখা গিয়েছে, তিনটি স্থানে শক্তিশালী বাঙ্কার এবং আরও তিনটি স্থানে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে । এনডিটিভি জানিয়েছে, বিশ্লেষকরা নদীর উভয় তীরে পাহাড়ের দিকে অন্তত ১১টি সুড়ঙ্গ বা খাত তৈরি করেছে চিন ।
আরও পড়ুন, Imran Khan : দুর্নীতি মামলায় খারিজ নিম্ন আদালতের নির্দেশ, হাই কোর্টের নির্দেশে ছাড়া পাচ্ছেন ইমরান
উল্লেখ্য, সোমবারই ভারতের অরুণাচল প্রদেশ ও অঞ্চলকে নিজের দেশের অংশ বলে দাবি করছে চিন। অন্যদিকে, তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও নিজেদের অংশ বলে দাবি করা হয়েছে । এই মানচিত্র সামনে আসতেই বিতর্ক শুরু হয় ।
কড়া প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক । কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিবেশী দেশের ভূখণ্ডকেও নিজের বলে দাবি করে।