বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, অথচ ক্রমশ কমছে জন্মহার। জন্মহার বাড়াতে নবদম্পতিদের একমাসের ছুটি দিচ্ছে চিনের বেশ কয়েকটি প্রদেশের কর্তৃপক্ষ। জন্মের হার কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে দেশের অর্থনীতিও। তাই-ই এমন পন্থা। চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি হেলথকে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
সাধারণভাবে কমিউনিস্ট শাসিত চিনে বিয়ের জন্য ন্যূনতম ৩ দিনের সবেতন ছুটি ছুটি পাওয়া যায়। কিন্তু গত বছর জন্মহার কমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে চিন সরকার।
চলতি ফেব্রুয়ারি থেকে বিভিন্ন প্রদেশ আরও বেশি করে ছুটিদিচ্ছে নবদম্পতিদের।
Russia Ukrain War: ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে, ভোটদানে বিরত ভারত
উত্তর-পশ্চিম চিনে গাংসু প্রদেশ এবং কয়লা-উৎপাদক সাংশি প্রদেশ এখন ৩০ দিনের বৈবাহিক ছুটি দিচ্ছে। সাংহাই দিচ্ছে ১০ দিনের ছুটি৷ তবে সব প্রদেশের ছবিটা এক রকম নয়৷ সিচুয়ানে মাত্র তিনদিনেরই ছুটি দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরেই চিন সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে। তাহলে হঠাৎ কেন এই উলটপুরাণ? আসলে গত বছর চীনে ছয় দশকের মধ্যে প্রথমবারের শিশু জন্মহার কমে যায়। চিন সরকারের আশঙ্কা, এই ঘটনা দীর্ঘমেয়াদে জনসংখ্যা হ্রাসের সূচক হতে পারে। গত বছর দেশটিতে প্রতি এক হাজার জনপ্রতি মাত্র ৬.৭৭ শিশুর জন্ম হয়েছে। সেই কারণেই 'এক সন্তান' নীতির প্রবক্তা চিন ছুটি বাড়াচ্ছে নবদম্পতিদের।