দুবছর আগে চিনের (China) হাত ধরেই বিশ্বে ছড়িয়েছিল করোনাভাইরাস (Coronavirus) । সেই আতঙ্ক কি ফের ফিরছে ? কারণ, চিনে 'জিরো কোভিড' নীতি আর সেভাবে কাজ দিচ্ছে না । রিপোর্ট অন্তত সেরকমটাই বলছে । সোমবারের রিপোর্ট অনুযায়ী, চিনে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ৩৪০০ জন । যা গত একদিনের মধ্যে প্রায় দ্বিগুন ।
চিনে ডেল্টা (Delta) ও ওমিক্রনের (Omicron) দাপট ক্রমশ বাড়ছে । দেশের অন্তত ১৮টি প্রদেশে ডেল্টা ও ওমিক্রন স্ট্রেনের দাপটে সংক্রমণের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে । দেশের উত্তর-পূর্বের একাধিক শহর জুড়ে চলছে কোথাও পুরো লকডাউন (Lockdown), কোথাও বা আংশিক লকডাউন । যেমন আজ উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ইয়ানজি-র প্রায় সাত লক্ষ বাসিন্দাকে ঘরবন্দি থাকতে হচ্ছে ।
আরও পড়ুন, Covid 19 India: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ২৫০৩ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের
প্রথম থেকে করোনাভাইরাস প্রতিরোধে 'জিরো কোভিড' নীতিতে চলছে চিন । দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে । এর জন্য ভ্যাকসিন, লকডাউন, করোনা পরীক্ষার মতো দিকগুলিতে জোড় দিয়ে এসেছে চিন । কিন্তু, তারপরেও পরিস্থিতি ফের খারাপ হতে শুরু করেছে চিনে । যা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে ।