চলমান করোনার দাপটকে প্রতিহত করতে চিনে জিরো কোভিড নীতি চালু করেছে জিনপিং সরকার। সম্প্রতি কোভিড সংক্রমণ মাত্রাতিরিক্ত বাড়ায় কড়া লকডাইনের রাস্তায় হেঁটেছে বেজিং। প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে নাভিশ্বাস ওঠার জোগার আম চিনা নাগরিকদের। এদিকে গোটা বিশ্ব কোভিডের সঙ্গে লড়েই তাদের জনজীবন চালিয়ে নিয়ে যাচ্ছেন। চিনের শূন্য়. কোভিড নীতিতে একাধিক নিষেধাজ্ঞা রয়েছে।
বলাই বাহুল্য বাইরে খাওয়া দাওয়ার উপরেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। এবার সম্পূর্ন অন্য ছবি ধরা পড়ল চিনের মেট্রো রেলে৷ প্রশাসনের নিষেধাজ্ঞা না ভেঙেই ট্রেনের মধ্যে মনের সুখে কলা খেলেন এক মহিলা। তবে তার সর্বাঙ্গ জড়ানো ছিল প্লাস্টিকে। নিজেকে প্লাস্টিকে মুড়েই কলা খেলেন ওই মহিলা৷ এই ছবি এখন দুর্দান্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।