শুধু ওমিক্রনেই (Omicron) রক্ষা নেই, এবার তার দোসর হতে পারে করোনাভাইরাসের (Coronavirus) নতুন এক ভ্যারিয়ান্ট (New variant)!
এই নতুন ভ্যারিয়ান্টটির নাম- নিওকোভ (NeoCov)। যা ক্ষমতার দিক দিয়ে ওমিক্রনের থেকেও বেশি শক্তিশালী এবং মানবপ্রজাতির ক্ষেত্রে অনেক বেশি মারণ। চিনের গবেষকরা (Chinese scientists) ইতিমধ্যেই এই নতুন ভ্যারিয়ান্টটির ব্যাপারে সতর্ক করেছেন।
আরও পড়ুন: চোরা ওমিক্রন নিয়ে আতঙ্ক, আরটি-পিসিআর পরীক্ষাকেও ফাঁকি দিতে পারে এই নয়া রূপ
জানা গিয়েছে, এই কোভিডের এই নতুন ভ্যারিয়ন্টটি মধ্য প্রাচ্যের (Middle East) মার্স-কোভের (MERS-CoV) মতো ক্ষতিসাধন করতে পারে। যে মার্স-কোভে মৃত্যুর হার প্রায় ৩৩ শতাংশ। এই নতুন ভ্যারিয়ান্টটির সংক্রমণের হারও অনেক বেশি।
গবেষকরা জানাচ্ছেন, বর্তমানে দুনিয়া জুড়ে কোভিডের যে ভ্যাকসিন (Covid vaccine) চলছে, তা এই নতুন ভ্যারিয়ান্টটির কুপ্রভাবের সঙ্গে মোকাবিলা করার জন্য যথেষ্ট হবে না।
bioRxiv ওয়েবসাইটে (bioRxiv website) এই গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে। যদিও, এই গবেষণাপত্রের পুনঃমূল্যায়ন করা হয়নি এখনও।
প্রসঙ্গত, এর আগে, ২০১২ এবং ২০১৫ সালে নিওকোভ ভাইরাসের (NeoCoV) ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছিল মধ্য প্রাচ্যে।
সাধারণত, দক্ষিণ আফ্রিকার বাদুরদের মধ্যে এই ভাইরাসটি বংশবৃদ্ধি করে বলেও জানা গিয়েছে।