অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মহাকাশের উদ্দেশে উৎক্ষেপিত হল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বড়দিনে (Christmas) মহাকাশে পাড়ি দিল এই মহার্ঘ্য টেলিস্কোপটি। এর আগে গত শুক্রবার উৎক্ষেপণ করার কথা ছিল টেলিস্কোপটির। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা পিছিয়ে যায়।
টেলিস্কোপটি মহাকাশে পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে করেছে নাসা (NASA)। ফরাসি গায়ানায় অবস্থিত USA-র ELA-3 লঞ্চপ্যাড থেকে আরিয়ান ৫ (Ariane) রকেটে চড়ে যাত্রা শুরু করল টেলিস্কোপটি। পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রতিস্থাপিত হবে।
১০ বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি জেমস ওয়েব টেলিস্কাপটি ১৩.৫ বিলিয়ন বছর আগে কী ঘটেছিল সেটিও জানতে ভূমিকা রাখবে। বিজ্ঞানীরা আশা করছেন, এটি আমাদের জানাশোনার বাইরে আরও দূরের গ্রহগুলোকেও পর্যবেক্ষণ করবে। ফলে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের সঞ্চারণ আছে কিনা সেটিও জানা সহজ হবে।
Kate Middleton plays piano : প্রথমবার জনসমক্ষে পিয়ানো বাজালেন ডাচেস অফ কেমব্রিজ !
হাবল টেলিস্কোপের উত্তরসূরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তৈরিতে নাসার সঙ্গে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি কাজ করেছে।