বিশ্বকাপ ফাইনালের রাতে সংঘর্ষ হয়ে গেল বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাত জন জখম হয়েছে বলেই জানা গিয়েছে। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে ব্রাজিল। তাই দলবদলে গুটি কয়েক ব্রাজিল সমর্থক রবিবার রাতে ফ্রান্সকে সমর্থন করেছিলেন। টাইব্রেকারে আর্জেন্টিনা ফাইনাল জিততেই অশান্তি শুরু হয় বলেই খবর।
জেলার স্থানীয় হরিপুর বাজারে ফাইনাল দেখার আয়োজন করা হয়েছিল। আর্জেন্টিনা লিড নিতেই শুরু হয় মেসি ভক্তদের চিৎকার। ফ্রান্স সমতায় ফিরতেই শুরু হয় চাপা উত্তেজনা। শেষ পর্যন্ত যা হাতাহাতিতে গড়ায়।
পুলিশ সূত্রে খবর, আর্জেন্টিনা গোল করলে প্রথমে ফিরে যান ব্রাজিল সমর্থকরা। ফ্রান্স সমতায় ফিরলে ফের তাঁরা খেলা দেখতে আসেন। তখন থেকেই শুরু হয় চাপা উত্তেজনা। এরপর মেসি ভক্তদের নাচানাচিতে তা হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়।