ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের আশঙ্কা ক্রমশ তীব্র হচ্ছে। ওই দেশে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও বেশি সংখ্যক বিমান পরিষেবার চেষ্টা করছে ভারত সরকার (Indian Government)।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অসামরিক বিমান কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্সের আলোচনা চলছে। ভারত ও ইউক্রেনের (Ukraine) মধ্যে বিমানের সংখ্যা কী ভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েই চলছে আলোচনা।
ইউক্রেনের ভারতীয় দূতাবাস ওদেশে বসবাসরত ভারতীয়দের, বিশেষত ছাত্রছাত্রীদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ভারতীয় নাগরিকদের নিতান্ত প্রয়োজন ছাড়া ইউক্রেনে না আসতে এবং ওই দেশের মধ্যেও চলাচল করতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: Qandeel Baloch: বোনকে অনার কিলিং! মাত্র ৬ বছরেই ছাড়া পেল পাক সোশ্যাল মিডিয়া তারকার
রাশিয়ার (Rusdia) সঙ্গে ন্যাটো (NATO) গোষ্ঠীভুক্ত দেশগুলির উত্তেজনা বৃদ্ধির ফলে ইউক্রেন সীমান্ত সৈন্য জমায়েত করেছে রাশিয়া। এর প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস।
যদিও মঙ্গলবার রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে আক্রমণ করার কোনও পরিকল্পনা তাদের নেই। তারা কিছু সেনা সরিয়েও নিয়েছে।